Whatsapp Account Ban: কী কী কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? দেখুন তালিকা

Whatsapp Account Ban: যদি অনেক ইউজার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করেন বা অনেকে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Whatsapp Account Ban: কী কী কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? দেখুন তালিকা
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 7:44 PM

বন্ধ হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account)! কিন্তু কেন? ঠিক কী কী করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে (Whatsapp Account Ban) কোপ পড়তে পারে? বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, সামান্য অসতর্ক হলেও ব্যান অর্থাৎ নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। বিশ্বের যেকোনও প্রান্তে থাকা মানুষের সঙ্গে ভয়েস কল হোক বা ভিডিয়ো কল, নিমেষে যোগাযোগ করা সম্ভব। এছাড়াও রয়েছে অসংখ্য ফিচার এবং সুবিধা, যা সত্যিই দৈনন্দিন জীবনের নানা কাজে লাগে। এখন আপনার জরুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আচমকা বন্ধ হয়ে যায় বা নিষিদ্ধ হয়, তাহলে সত্যিই খুব মুশকিলের ব্যাপার। তাই আগে থাকতেই সতর্ক হোন।

দেখে নিন কী কী কাজ করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যেতে পারে— 

১। স্প্যাম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। লাগাতার এটা করলে সমস্যা হতে পারে। স্প্যাম হল গ্রুপ তৈরি করে নাগাড়ে মেসেজ পাঠানোর প্রক্রিয়া।

২। একদিনেরও কম সময়ের মধ্যে যদি ইউজার একাধিকবার ব্যান হন তাহলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ওই ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিতে পারে।

৩। বিভিন্ন গ্রুপে ভুয়ো এবং মিথ্যে খবর ছড়ানো অবিলম্বে বন্ধ করুন। এর জেরেও নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

৪। অ্যানড্রয়েড ফোনে এপিকে ফাইলের রূপে ম্যালওয়্যার ডাউনলোড করবেন না।

৫। যে লিঙ্ক দেখে মনে সন্দেহ জাগবে সেই লিঙ্কও হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড না করাই ভাল।

৬। যদি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ টের পান যে আপনি অন্য কারও হয়ে অ্যাকাউন্ট খুলেছেন বা অন্য কারও অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাহলে অবধারিত নিষিদ্ধ হবে অ্যাকাউন্ট।

৭। যদি অনেক ইউজার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করেন বা অনেকে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

৮। বিভিন্ন থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, হোয়াটসঅ্যাপ প্লাস, জিবিহোয়াটসঅ্যাপ…  এসব ব্যবহার করলে চিরতরে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। কারণ প্রাইভেসির স্বার্থে হোয়াটসঅ্যাপ তার ইউজারদের এইসব থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের অনুমতি দেয় না।

৯। কোনও ধরনের বেআইনি, আপত্তিকর, হিংসাত্মক, হুমকি বিষয়ক জিনিস হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন না। এর ফলে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন অন্য ইউজার। আর তার জেরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হরে পারে।

অতএব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং চালু রাখার জন্য উক্ত কাজগুলি একেবারেই করবেন না।

আরও পড়ুন- How To Check Internet Speed: সার্ভিস প্রোভাইডারের প্রতিশ্রুতি মতো সঠিক ইন্টারনেট স্পিড পাচ্ছেন? গুগল সার্চেই যাচাই করে নিন

আরও পড়ুন- Google Search History Delete: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এবার শেষ ১৫ মিনিটের গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন, কী ভাবে?