Xiaomi Mijia Pulse Water Gun: নেটমাধ্যমে ঝড় তুলছে এই জলবন্দুক, কী এমন রয়েছে এতে?
ক্লিনিংয়ের কাজেও লাগতে পারে Mijia Pulse Water Gun। আপনার গাড়ি পরিষ্কার করতে পারেন। সেই সঙ্গেই আবার ঘরের দরজা-জানলা থেকে শুরু করে ফ্লোর এমনকি আপনার পোষ্যকেও পরিষ্কার করতে পারেন এই ডিভাইসের সাহায্যে।
Xiaomi Water Gun: ইন্টারনেটে কয়েক দিন ধরে একটি সাদা বন্দুকের ভিডিয়ো রীতিমতো ঝড় তুলছে। সে এক এমনই বন্দুক, যা জল টেনে নিয়ে আবার জল ছেড়ে দিতে পারে। আসলে এটি একটি ওয়াটার গান, যা আদ্যোপান্ত গ্যাজেট। এই ডিভাইসটি তৈরি করেছে Xiaomi, যার নাম Mijia Pulse Water Gun। শাওমি বাজারে ভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করেছে। স্নিকার্স থেকে শুরু করে ভ্যাকুম ক্লিনার পর্যন্ত, তাদের বিস্তৃত প্রোডাক্ট ক্যাটেগরিতে কী নেই! সেই কোম্পানিই এবার ফ্যান্সি টয় গান বিক্রি করছে, যা দেখতে সাই-ফাই ছবির থেকে কোনও অংশে কম নয়।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এই Mijia Pulse Water Gun যেন অনেকটাই কমিক ক্যারেক্টার ব্ল্যাক মান্তার হাইড্রো-প্লাজমা রাইফেলের মতো, যা জলের নিচের রাজা ওর্ম তাকে উপহার দিয়েছিলেন। তবে শাওমি তো আর জলের তলার কোনও কোম্পানি নয়। দেখে মনে হচ্ছে যেন, জলের নিচে থাকা প্রাণীদের মোকাবিলা করার জন্যই বন্দুকের নকশার পেটেন্ট অর্জন করে শাওমি এই প্রোডাক্টটি তৈরি করেছে।
তবে এই Mijia Pulse ওয়াটার গানটিকে শুধুই খেলার জিনিস ভাবলে ভুল করবেন! আকর্ষণীয় কিছু ফিচার্সও রয়েছে এতে, যা মজাদার এবং যথেষ্ট প্র্যাক্টিক্যালও বটে। জলের নিচে ভিডিয়ো রেকর্ড করতে পারে ডিভাইসটি। তিনটি মোড রয়েছ এতে: কন্টিনিউয়াস, সিঙ্গেল এবং চার্জড। ডিভাইসটির সর্বাধিক স্পিড 25 ওয়াটার বম্ব প্রতি সেকেন্ড এবং রেঞ্জ 7-9 মিটার পর্যন্ত। এটি নিজেকেই স্বয়ংক্রিয়ভাবে রিফিল করতে পারে যে কোনও সোর্স থেকে 10-15 সেকেন্ডের মধ্যে জল শোষণ করে। হাই-ডেফিনিশন ট্যাক্টিক্যাল ডিসপ্লে রয়েছে এতে, যা রিয়্যাল টাইম ভিত্তিতে মোড এবং স্টেটাস দেখাতে পারে।
Water guns are serious business in China ? pic.twitter.com/QKwe91xm4N
— nell | 累 (@nellodee) August 4, 2023
ক্লিনিংয়ের কাজেও লাগতে পারে Mijia Pulse Water Gun। আপনার গাড়ি পরিষ্কার করতে পারেন। সেই সঙ্গেই আবার ঘরের দরজা-জানলা থেকে শুরু করে ফ্লোর এমনকি আপনার পোষ্যকেও পরিষ্কার করতে পারেন এই ডিভাইসের সাহায্যে। 1,800mAh লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে একটি USB Type-C চার্জিং পোর্টের সাহায্যে। একবার চার্জে 40 মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে ডিভাইসটি।
ক্রাউডফান্ডিং ক্যাম্পেনের অঙ্গ হিসেবে Mijia Pulse Water Gun লঞ্চ করেছিল Xiaomi। সেই ক্যাম্পেনটি চালানো হয়েছিল 19 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত সময়কালে। সে সময় ডিভাইসটির দাম রাখা হয়েছিল 649 YUAN বা 94 মার্কিন ডলার। আপাতত চিনের মার্কেটের জন্য এক্সক্লুসিভ রাখা হয়েছে ডিভাইসটিকে। আলি এক্সপ্রেসে 299 মার্কিন ডলার বা 25,000 টাকায় বিক্রি করা হচ্ছে Mijia Pulse Water Gun।