AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi-র এই প্যাডে 14 ইঞ্চির ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরাই 20MP; দাম আপনার বাজেটেই

Xiaomi Pad 6 Price: Xiaomi Pad 6 Max এর একটি 14-ইঞ্চি 2.8k রেজোলিউশন LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। ট্যাবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর 16 GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এতে Android 13 ভিত্তিক MIUI প্যাড 14 দেওয়া হয়েছে।

Xiaomi-র এই প্যাডে 14 ইঞ্চির ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরাই 20MP; দাম আপনার বাজেটেই
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:58 PM
Share

Xiaomi চিনে তার মেগা ইভেন্টে Xiaomi Pad 6 লঞ্চ করেছে। Xiaomi Pad 6 Max-এর সঙ্গে Xiaomi Band 8 Proও লঞ্চ করা হয়েছে। Xiaomi Pad 6 Max-এ একটি 14-ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এটিতে Snapdragon 8+ Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভারতীয় বাজারে এটি আনা হবে।

Xiaomi Pad 6-এর সর্বোচ্চ দাম:

Xiaomi Pad 6 Max-এর 8 GB RAM সহ 256 GB স্টোরেজের দাম রাখা হয়েছে 3,799 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 43,800 টাকা। আর 12 জিবি র‌্যাম সহ 256 জিবি স্টোরেজের দাম 3,999 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা এবং 16 জিবি র‌্যাম সহ 1 টিবি স্টোরেজের দাম 4,799 ইউয়ান অর্থাৎ প্রায় 55,000 টাকা। শাওমির এই ট্যাবটি কালো এবং সিলভার রঙে কিনতে পারবেন। চলুন এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Xiaomi Pad 6 Max-এর স্পেসিফিকেশন:

Xiaomi Pad 6 Max এর একটি 14-ইঞ্চি 2.8k রেজোলিউশন LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। ট্যাবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর 16 GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এতে Android 13 ভিত্তিক MIUI প্যাড 14 দেওয়া হয়েছে। Xiaomi Pad 6 Max এর একটি 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এর সাথে কিবোর্ড এবং স্টাইলাস পেনও সাপোর্টেড। Xiaomi-এর এই প্যাডে 8 টি স্পিকার রয়েছে যা Dolby Atmos সাপোর্ট করে। Xiaomi Pad 6 Max 67W দ্রুত চার্জিং সহ একটি 10000mAh ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এটিতে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এটিতে 33W রিভার্স চার্জিংয়ও সাপোর্ট করে।