Xiaomi UniBlade Trimmer: সস্তার নরম-তুলতুলে ট্রিমার নিয়ে আসছে Xiaomi, নিখুঁত চুল-দাড়ি কাটার জম্পেশ যন্ত্রে ট্রাভেল লক ফিচার

Xiaomi UniBlade Trimmer-এ রয়েছে ট্রাভেল লক ফিচার। অনেক সময় বাড়ির বাচ্চারা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলি নিয়ে খেলা করে। সেক্ষেত্রে বিপদের সম্ভাবনাও থাকে অনেক। তাই, আগেভাগে ট্রিমারটি লক করে রাখলে এই ধরনের বিপদগুলি এড়িয়ে চলা যায়।

Xiaomi UniBlade Trimmer: সস্তার নরম-তুলতুলে ট্রিমার নিয়ে আসছে Xiaomi, নিখুঁত চুল-দাড়ি কাটার জম্পেশ যন্ত্রে ট্রাভেল লক ফিচার
শাওমির চমৎকার ট্রিমার আসছে সেপ্টেম্বরের প্রথমেই।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 12:59 PM

Xiaomi এবার ভারতের বাজারে একটি দুর্দান্ত ট্রিমার নিয়ে আসছে। চিনের জনপ্রিয় কনজ়িউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি ভারতে যে ট্রিমার লঞ্চ করছে, তার নাম Xiaomi UniBlade Trimmer। 4 সেপ্টেম্বর এই ট্রিমার লঞ্চ করা হবে। হেয়ার কাট থেকে শুরু করে বিয়ার্ড ট্রিম এবং শরীরের বিভিন্ন অংশের লোম কাটার জন্যও এই ট্রিমারের জুড়ি মেলা ভার।

Xiaomi UniBlade Trimmer-এ রয়েছে ম্যাট ফিনিশ ডিজ়াইন এবং এর ওজন মাত্র 235 গ্রাম। দুর্ধর্ষ গ্রুমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য ট্রিমারটিতে রয়েছে 360 ডিগ্রি ওমনিডিরেকশনাল ফ্লোটিং শেভার হেডস। ফাইভ-ব্লেড হেড ডিজ়াইন রয়েছে এই ট্রিমারে, যাতে একটি লিনিয়ার ম্যাগনেটিক লেভিটেশন মোটর রয়েছে। সেই মোটর প্রতি মিনিটে 15,000 ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিতে অপারেট করে।

সবথেকে বড় কথা হল, এই ট্রিমারে রয়েছে ট্রাভেল লক ফিচার। অনেক সময় বাড়ির বাচ্চারা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলি নিয়ে খেলা করে। সেক্ষেত্রে বিপদের সম্ভাবনাও থাকে অনেক। তাই, আগেভাগে ট্রিমারটি লক করে রাখলে এই ধরনের বিপদগুলি এড়িয়ে চলা যায়। তাছাড়াও আপনি যদি ট্রিমারটি বেগে রেখে কোথাও বেড়াতে যান, তখনও সমস্যার সম্মুখীন হতে পারেন। গ্রুমিং ডিভাইসটিতে রয়েছে একটি 2000mAh ব্যাটারি, যা এক চার্জে 90 মিনিট পর্যন্ত চলতে পারে। একটি USB Type-C ইন্টারফেস ব্যবহার করে চার্জ দিতে পারেন ডিভাইসটি।

যদিও Xiaomi UniBlade Trimmer-এর দাম কত হতে পারে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। 4 সেপ্টেম্বর এই ট্রিমারের দাম ও অন্যান্য তথ্যগুলি জানাবে Xiaomi।

এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলির একটি হল Xiaomi। বিগত কয়েক বছর ধরে সংস্থাটি তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারণ ঘটিয়ে চলেছে। কয়েকদিন আগেই চিনা ব্র্যান্ডটি ভারতে তাদের Trimmer 2C লঞ্চ করেছিল, যার দাম 1,199 টাকা। পাশাপাশি স্মার্ট ওয়ার পিওরিফায়ার 4 এবং Robot Vacuum-mop 2i-ও লঞ্চ করেছে ব্র্যান্ডটি।