AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ এবার 15 জনকে সঙ্গে নিয়ে গ্রুপ কল, আসছে জরুরি ফিচার

WhatsApp Latest Feature: আগে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ কল করা শুধুমাত্র 7 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধ হতে পারে। তবে আপনি ওই গ্রুপ কলে 7 জনকে আমন্ত্রণ জানানোর পরে অন্যদেরও যোগ করতে পারেন। তবে এবার যে 15 জনকে নিয়ে গ্রুপ করার ফিচার আসতে চলেছে, তাতে আপনি শুরু থেকেই এতজনকে নিয়ে গ্রুপ কলটি করতে পারেন।

WhatsApp-এ এবার 15 জনকে সঙ্গে নিয়ে গ্রুপ কল, আসছে জরুরি ফিচার
হোয়াটসঅ্যাপের নয়া ফিচার
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 9:18 PM
Share

WhatsApp তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে আসছে। সেই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এবার একটা গ্রুপ কলে 15 জনকে যোগ করতে পারবেন। অর্থাৎ খুব সহজে বলতে গেলে আপনি এখন 15 জনকে নিয়ে একটা ভিডিয়ো কল করতে পারবেন। একটা গ্রুপ কল যখন স্টার্ট করছেন, শুরুর মুহূর্তেই আপনি 15 জনকে এক-এক করে অ্যাড করতে পারবেন।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, “2022 সালের নভেম্বরে এরকমই একটা ফিচারের ঘোষণা করেছিলেন মার্ক জ়াকারবার্গ। সে সময় তিনি 32 জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল করার কথা বলেছিলেন। যদিও তারপর থেকে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করা যায় মাত্র 7 জনকে নিয়েই। Android 2.23.15.14 আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচারটি প্রথম দেখা যায়, যা এখন গুগল প্লে স্টোরে এসে গিয়েছে। এখান থেকেই আমরা জানতে পেরেছি, 15 জনকে নিয়ে কল করার অনুমতি দিচ্ছে হোয়াটসঅ্যাপ।”

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এখন আপনি 15 জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন। কল শুরু করার পরও আপনি সদস্যদেরও যোগ করতে পারবেন। মনে করা হচ্ছে, গ্রুপ কলে প্রাথমিক ভাবে সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 15 করা হচ্ছে। পরবর্তীতে সেই সংখ্যাটাই বাড়িয়ে 32 করা হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ কল করা শুধুমাত্র 7 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধ হতে পারে। তবে আপনি ওই গ্রুপ কলে 7 জনকে আমন্ত্রণ জানানোর পরে অন্যদেরও যোগ করতে পারেন। তবে এবার যে 15 জনকে নিয়ে গ্রুপ করার ফিচার আসতে চলেছে, তাতে আপনি শুরু থেকেই এতজনকে নিয়ে গ্রুপ কলটি করতে পারেন।

আপাতত 15 জনকে নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করার ফিচারটি ব্যবহার করতে পারবেন কেবল বিটা পরীক্ষকরাই। তার জন্য তাঁদের Google Play Store থেকে Android আপডেটের জন্য সর্বশেষ WhatsApp বিটা ইনস্টল করতে হবে। আগামী দিনে এটি ধীরে ধীরে আরও সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্যই নিয়ে আসা হবে।