AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp ব্যবহারকারীরা এবার HD কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন, ঘোষণা মার্ক জ়াকারবার্গের

WhatsApp Latest Feature: সাধারণত, HD কোয়ালিটির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে লোড হতেই অনেকটা বেশি সময় নিয়ে নেয় এবং তা অতি অবশ্যই নির্ভর করে ইন্টারনেটের স্পিডের উপরে। তার থেকেও বড় কথা হল, HD ছবি ফোনের জায়গাও খেয়ে নেয় অনেকটাই!

WhatsApp ব্যবহারকারীরা এবার HD কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন, ঘোষণা মার্ক জ়াকারবার্গের
এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি আরও নিখুঁত।
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 12:13 PM
Share

WhatsApp তার ব্যবহারকারীদের এবার HD কোয়ালিটিতে ছবি পাঠাতে দেবে। চলতি সপ্তাহের শুরুতেই Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের তরফে এই ঘোষণা করা হয়েছে। শীঘ্রই একটি নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা HD (2000×3000 পিক্সেল) বা স্ট্যান্ডার্ড (1365×2048 পিক্সেল) কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন। সাধারণত, HD কোয়ালিটির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে লোড হতেই অনেকটা বেশি সময় নিয়ে নেয় এবং তা অতি অবশ্যই নির্ভর করে ইন্টারনেটের স্পিডের উপরে। তার থেকেও বড় কথা হল, HD ছবি ফোনের জায়গাও খেয়ে নেয় অনেকটাই!

Meta CEO মার্ক জ়াকারবার্গ সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করার বিষয়টি এবার একটি নতুন আপগ্রেড পেয়ে গেল- এখন আপনি HD কোয়ালিটিতেও ছবি শেয়ার করতে পারবেন।’ ফেসবুক পোস্টটিতে একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কীভাবে HD কোয়ালিটির ছবি পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। ছবি পাঠানোর সামগ্রিক প্রক্রিয়াটি একই থাকছে। তবে সেখানে এখন একটি ‘HD’ অপশনও থাকছে। পেন ও ক্রপ টুলের ঠিক পরেই এই অপশনটি দেওয়া হয়েছে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে WhatsApp এর তরফে বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যে ছবিগুলি পাঠানো হবে সেগুলি যেমন দ্রুততার সঙ্গে পাঠানো যাবে, তেমনই আবার সেগুলি নির্ভরযোগ্যও। সেখানে আরও বলা হয়েছে, ‘কম ব্যান্ডউইধ কানেক্টিভিটি থাকা অবস্থায় আপনার কাছে যদি কোনও ছবি আসে, তাহলে আপনি ফটো-বাই-ফটোর ভিত্তিতে বেছে নিতে পারেন, স্ট্যান্ডার্ড ভার্সনে সেটি দেখবেন নাকি তার HD ভার্সন দেখবেন।’ প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড থেক HD কোয়ালিটির ছবি পর্যন্ত সবকিছুই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড।

চলতি বছরের শুরু থেকেই একের পর এক আপডেট পাচ্ছে হোয়াটসঅ্যাপ। মে মাসের শুরুতেই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে মাল্টিপল ডিভাইসের সাপোর্ট, যা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের সবথেকে বড় আপডেট। একটি ফোন এবং তা থেকে আরও চারটি ফোন বা অন্য কোনও ডিভাইসে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার এহেন ফিচারটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপকারী হিসেবেও প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই।

এদিকে আবার অগস্টের শুরুতে WhatsApp একটি স্ক্রিন শেয়ারিং ফিচারের ঘোষণা করেছে। ভিডিয়ো কলের সময় এই স্ক্রিন শেয়ার ফিচারটি ব্যবহার করা যাবে। জুম থেকে শুরু করে গুগল মিট, মাইক্রোসফট টিমসের মতো আরও একাধিক ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্মে এহেন ফিচার রয়েছে।

ভবিষ্যতে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি আরও একাধিক ফিচার্স পেতে চলেছে। তার মধ্যে একটি হল, সিঙ্গেল ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করার বৈশিষ্ট্য, যা এই মুহূর্তে পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটি একবার সর্বস্তরে পৌঁছে গেলেই একটা ফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। পাশাপাশি ফোন নম্বরের পরিবর্তে একটি স্বতন্ত্র আইডি দিয়েও লগইন করার ব্যবস্থাপনা নিয়ে আসা হচ্ছে হোয়াটসঅ্যাপে।