Genghis Khan News: ৫০০ উপপত্নী, ১.৬ কোটি বংশধর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 27, 2023 | 5:43 PM

এশিয়ার ১.৬ কোটি মানুষ চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান মঙ্গোলিয়ার সিংহাসনে বসেন ১২০৬। রাজা হয়েই দিগ্বিজয়ে বেরন চেঙ্গিস।

এশিয়ার ১.৬ কোটি মানুষ চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান মঙ্গোলিয়ার সিংহাসনে বসেন ১২০৬। রাজা হয়েই দিগ্বিজয়ে বেরন চেঙ্গিস। চিন, রাশিয়া, ইরাক, ইরান, তুরস্ক,আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান,কিরগিজিস্তান, কুয়েত ও দুই কোরিয়া চেঙ্গিজের পদানত হয়। বহু মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল মঙ্গোল সম্রাটের। তাঁর সন্তানের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মতভেদ আছে। চেঙ্গিস খানের ১ পত্নী কিন্তু উপপত্নীর সংখ্যা ছিল ৫০০। সন্তান সন্ততি? অনেকের মতে শতাধিক বা কয়েকশো। ২০০৩ এ একটি গবেষণায় দেখা যায় এশিয়ার ১৬টি উপজাতির ৮% এর Y ক্রোমোজম একই ধরনের। এর থেকে ঐতিহাসিকদের ধারনা এশিয়ার ১.৬ কোটি মানুষ চেঙ্গিসের বংশোধর। চেঙ্গিসের উত্তরাধিকারী বাবর ভারতে মোঘল সাম্রাজ্যের শুরুয়াত করেন। যদিও চেঙ্গিস খান কখনও ভারত আক্রমণ করেননি।