BJP Leader: আসন্ন নির্বাচনে বঙ্গে দলীয় কাজে আসছেন ভিন রাজ্যের এক হাজার নেতা
BJP: দলীয় স্তরে একাধিক বৈঠক করেছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। সূত্রের খবর, মেদিনীপুর জ়োনের দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশের নেতা জে পি এস রাঠোর। কলকাতা জ়োনে হিমাচলের নেতা এম সিদ্ধার্থন ও কর্নাটকের সিটি রবি।
কলকাতা: ছাব্বিশের নির্বাচনে বঙ্গের দলীয় কাজে যুক্ত থাকবেন ভিন রাজ্যের এক হাজার বিজেপি নেতা। যাঁদের সিংহভাগ আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে আসতে আসতে শুরু করবেন। ইতিমধ্যেই আবার বেশ কিছু নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করে দিয়েছেন। দলীয় স্তরে একাধিক বৈঠক করেছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। সূত্রের খবর, মেদিনীপুর জ়োনের দায়িত্ব পেয়েছেন উত্তর প্রদেশের নেতা জে পি এস রাঠোর। কলকাতা জ়োনে হিমাচলের নেতা এম সিদ্ধার্থন ও কর্নাটকের সিটি রবি।
