3 Cr Corpus on Retirement: কোটি টাকা জমানো এতই সহজ! মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?

Feb 16, 2025 | 8:04 PM

Mutual Funds: যদি কেউ ১০ বছর আগে কোনও নিফটি ৫০ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তাহলেই সে তার এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

যদি কেউ ১০ বছর আগে কোনও নিফটি ৫০ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তাহলেই সে তার এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

টাটা নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৭৯ শতাংশ রিটার্ন দিয়েছে

এইচডিএফসি নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৮৩ শতাংশ রিটার্ন দিয়েছে

ইউটিআই নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৭১ শতাংশ রিটার্ন দিয়েছে

কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Feb 16, 2025 10:06 AM