Humayun Kabir: নগদে ৬০ লক্ষ, অনলাইনে ২ কোটি ৩০ লক্ষ! হুমায়ুনের ‘বাবরি’ মসজিদের জন্য় দানের পাহাড়
Humayun Kabir: মোট ১১টি দানবাক্স আনা হয়েছে ইতিমধ্যে। সেগুলি খুলে হিসেবও শুরু হয়ে গিয়েছে। এছাড়া আরও একটি দানবাক্স এখনও শিলান্যাস-স্থলেই রাখা আছে। তাতে এখনও পড়ছে নগদ টাকা। বাক্সের টাকা গোনার জন্য ৩০ জন ধর্মগুরুকে রাখা হয়েছে।
মুর্শিদাবাদ: গত শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ, স্কুল, হাসপাতাল সব মিলিয়ে প্রায় ৩০০ কোটির প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে অনুদান। দান বাক্স খোলার পরই গোনা শুরু হয়েছে। শুরুতে সেই ছবি হুমায়ুন প্রকাশ্যে আনলেও পরে নিরাপত্তার কারণে টাকা গণনার জায়গা গোপন রেখেছেন তিনি। তবে তিন দিনেই প্রায় তিন কোটি ছুঁয়ে ফেলল অনুদানের অঙ্ক। জানা গিয়েছে, মোট ১১টি দানবাক্স আনা হয়েছে ইতিমধ্যে। সেগুলি খুলে হিসেবও শুরু হয়ে গিয়েছে। এছাড়া আরও একটি দানবাক্স এখনও শিলান্যাস-স্থলেই রাখা আছে। তাতে এখনও পড়ছে নগদ টাকা। বাক্সের টাকা গোনার জন্য ৩০ জন ধর্মগুরুকে রাখা হয়েছে। মেশিনে গোনা হচ্ছে টাকা। প্রতিদিন সন্ধ্যায় খোলা হচ্ছে সেই বাক্স। রাত পর্যন্ত চলছে গণনার কাজ। শেষ আপডেট অনুযায়ী, বাক্সগুলি খুলে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
