Jalpaiguri Viral News: শুকরের পেট থেকে জন্ম নিলো হাতির ছানা, চাঞ্চল্য ডেঙ্গুয়াঝাড় চা বাগানে
খবর চাউর হতেই অদ্ভুত দর্শন শুকর ছানা দেখতে মানকি মুন্ডার বাড়িতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ। যদিও জন্মানোর কিছুক্ষন পড়ে ছানাটি মারা যায় বলে জানা গেছে। মৃত ছানাটিকে কবর দেন মানিক মুন্ডা। পরে অবশ্য মানুষের দাবীতে তাকে ফের কবর থেকে উঠিয়ে আনেন তিনি। চা শ্রমিক চামরি মানকি মুন্ডা জানান তিনি গত চার বছর ধরে বাড়িতে শুয়োর পালন করে আসছেন
রবিবার সকাল থেকে অদ্ভুত দর্শন শুকরের ছানা দেখতে ভিড় জমে গেলো জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর শ্রমিক মহল্লায়। এদিন স্থানীয় বাসিন্দা চামড়ি মানকি মুন্ডার বাড়ির পোশা শুকরটি জন্ম দিয়েছে ৮ টি ছানা। যার মধ্যে একটি ছানা দেখতে লম্বা শুড় যুক্ত হাতির ছানার মতো। এই খবর চাউর হতেই অদ্ভুত দর্শন শুকর ছানা দেখতে মানকি মুন্ডার বাড়িতে ভিড় জমিয়েছেন দলে দলে মানুষ। যদিও জন্মানোর কিছুক্ষন পড়ে ছানাটি মারা যায় বলে জানা গেছে। মৃত ছানাটিকে কবর দেন মানিক মুন্ডা। পরে অবশ্য মানুষের দাবীতে তাকে ফের কবর থেকে উঠিয়ে আনেন তিনি। চা শ্রমিক চামরি মানকি মুন্ডা জানান তিনি গত চার বছর ধরে বাড়িতে শুয়োর পালন করে আসছেন। তার বাড়িতে কয়েকবার ছানার জন্মও হয়েছে। কিন্তু এমন ঘটনা ঘটেনি। বা তিনি আগে কখোনও এমন দৃশ্য দেখেননি। অদ্ভুত দর্শন ছানা দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সুব্রত মন্ডল। সুব্রত বাবু বলেন অবিকল হাতির বাচ্চার মতো দেখতে। শুড় রয়েছে। রয়েছে বড় বড় কান। কিন্তু জন্মেছে শুয়োরের পেট থেকে। যদিও ছানাটি মারা গেছে। এই ঘটনায় আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পশু চিকিৎসক ডাক্তার রাজেশ্বর সিং মহাশয়ের সাথে। তিনি বলেন এটাকে RHINO CEPHALY বলে। আসলে ম্যাল ফরমেশন অফ ফিটাসের কারনে এমন অদ্ভুত দর্শন বাচ্চা জন্ম নেয়। এই জাতীয় বাচ্চারা সাধারণত বাঁচে না।