Konnagar News: নাগরদোলা থেকে পড়ে আহত দশম শ্রেণীর ছাত্র

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 19, 2023 | 9:06 PM

কোন্নগরে নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম ক্লাস টেনের ছাত্র, ভর্তি কলকাতার হাসপাতালে। ছাত্রের নাম মলয় মিত্র।কোন্নগর হাইস্কুলের ছাত্র মলয়। কোন্নগরে শকুন্তলা কালিপুজো উপলক্ষে মেলা বসেছে কালি মন্দিরের সামনের মাঠে।

কোন্নগরে নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম ক্লাস টেনের ছাত্র, ভর্তি কলকাতার হাসপাতালে। ছাত্রের নাম মলয় মিত্র।কোন্নগর হাইস্কুলের ছাত্র মলয়। কোন্নগরে শকুন্তলা কালিপুজো উপলক্ষে মেলা বসেছে কালি মন্দিরের সামনের মাঠে।মেলার মাঠে ইলেকট্রিক নাগরদোলা বসেছে।গত সোমবার বিকালে মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নাগরদোলায় ওঠে মলয়।সে সময় নাগরদোলা বন্ধ থাকলেও মলয় ও তার বন্ধুরা নাগরদোলায় উঠে খেলছিল।তখনই উপর থেকে মাটিতে পরে যায় সে।সেসময় ঝড় উঠলে যে যার বাড়ি চলে যায়।ছাত্রের পরিবারের অভিযোগ মাঠে বেশ কিছুক্ষন পরে থাকলেও কেউ বাড়িতে খবর দেয়নি।
পরে নিজেই বাড়ি ফিরে আসে মলয়,জানায় সে সাইকেল থেকে পরে গেছে।স্থানীয় চিকিৎসককে দেখিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাকে।গভীর রাতে পেটে বুকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করলে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিন দিন ভর্তি থাকার পর অবস্থার অবনতি হলে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন অনেকটা উঁচু থেকে আছার খেয়ে পরায় পেটের ভিতর রক্তক্ষরণ হয়ে রক্ত জমে যায়।বুকে ঘাড়েও আঘাত লাগে।বৃহস্পতিবার রাতে তার অস্ত্র পচার হওয়ার কথা।
ছাত্রের মা মৌ মিত্র বলেন,পাঁচজন বন্ধু মিলে নাগরদোলা নিজেরাই ঘুরিয়ে খেলছিল। সেখানে পড়ে যায়। কিন্তু কেউ তুলে দিয়েও যায়নি বা খবরও দেয়নি।ছেলে বাড়িতে এসে ভয়ে প্রথমে কিছুই জানায়নি।
কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন,মেলা হয় পুরো ঘেরা জায়গায় সেখানে তো গিয়ে খেলার কোন জায়গা নেই।তারপরও শুনলাম নাগরদোলায় খেলতে গিয়ে পড়ে গেছে একটি ছেলে। ওর দ্রুত সুস্থতা কামনা করি।
মেলা কমিটির সম্পাদক বিকাশ ভৌমিক বলেন,ছেলেরা খেলতে এসে নাগরদোলায় উঠলে ওদের তাড়িয়ে দেওয়া হয়।ছেলেরা শোনেনা।এই দূর্ঘটনার পরও ছেলেরা উঠছে।এবার সতর্ক হতে হবে।