The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি'র নিষেধাজ্ঞা নিয়ে মমতাকে তোপ নায়িকার

The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’র নিষেধাজ্ঞা নিয়ে মমতাকে তোপ নায়িকার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 15, 2023 | 9:47 PM

বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। আর এই নিষেধাজ্ঞা নিয়েই পরিচালক সুদীপ্ত সেনের পর এবার মুখ খুললেন নায়িকা আদাহ শর্মা।

দুর্ঘটনাগ্রস্ত ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী
দুর্ঘটনার মুখে পড়লেন ‘দ্য কেরালা স্টোরি’-র অভিনেত্রী আদাহ শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন । জানা গিয়েছে, রবিবার বিকেলে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। পথেই ঘটে দুর্ঘটনা। যদিও দুর্ঘটনা গুরুতর নয়, তা টুইটে জানিয়েছেন আদাহ। আপাতত তাঁরা সুস্থই রয়েছেন।

মমতাকে তোপ আদার?
বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’। আর এই নিষেধাজ্ঞা নিয়েই পরিচালক সুদীপ্ত সেনের পর এবার মুখ খুললেন নায়িকা আদাহ শর্মা। এক সাক্ষাৎকারে তাঁর অভিযোগ, CBFC যেখানে এই ছবি মুক্তির জন্য সমস্ত ছাড় দিয়েছে সেখানে দাঁড়িয়ে ছবিটি না দেখে কী করে রাজ্য সরকার এমন এক সিদ্ধান্ত নিতে পারে?

কত কোটির ব্যবসা?
বিতর্ককে পিছনে ফেলে ১০ দিনেই ১৩৫ কোটির অঙ্ক ছুঁল ‘দ্য কেরালা স্টোরি’। রবিবার ১৪ মে একদিনেই ব্যবসা হয়েছে ২৩ কোটির। ছবির এহেন অভূতপূর্ব সাফল্যের পর, অবশ্য আবেগে ভাসছেন না পরিচালক সুদীপ্ত সেন । বরং দর্শককে তাঁর আরও কিছু গল্প বলার আছে বলেই জানিয়েছেন সুদীপ্ত।

অচেনা ব্যক্তির বাইকে বিগ বি
মুম্বইয়ের জ্যামের জেরে শুটিং সেটে পৌঁছতে দেরি হচ্ছিল অমিতাভের। আর তাই-ই সময়মতো গন্তব্যে পৌঁছতে অচেনা ব্য়ক্তির বাইকে চেপে বসলেন বিগ বি। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। জ্যাম পেরিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ।

খিচুড়িতে কাটছে দিন
গায়ক পাপন শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তিন দিন সেখানে কাটানোর পর অবশেষে ছাড়া পেয়েছেন তিনি। যদিও বাইরের খাবারে নিষেধাজ্ঞা রয়েছে তাঁর। তাই খিচুড়ি খেয়েই কাটছে দিন।

ক্ষোভ উগরে দিলেন শানু
মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ উগরে দিলেন কুমার শানু। তাঁর কথায়, “আমাদের প্রজন্ম ছিল অনেক ভাগ্যবান। আমরা সব কিছু পেয়েছি। যদি এখনকার সঙ্গীত পরিচালকেরা পাশ্চাত্য সঙ্গীতের উপর কম জোর দিয়ে যদি ভারতীয় সঙ্গীতের উপর বেশি জোর দেয়, তবে তা সবার জন্যই ভাল।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “এখন তো অভিনেতারাই ঠিক করছে কে তাঁর জন্য প্লেব্যাক গাইবেন।”

র‍্যাম্পে অভিষেক লক্ষ্য-আনায়রার
র‍্যাম্পের অভিষেক হল কপিল শর্মার মেয়ে আনায়রা ও ভারতী সিংয়ের ছেলে লক্ষ্যের। বাবা-মায়ের হাত ধরে র‍্যাম্প মাতালো দুই খুদে। শুধু কি তাই? ফ্লাইং কিসও ছুড়ে দিল দর্শকের উদ্দেশে।

ট্রোলের মুখে অনামিকা
ট্রোলের মুখে অনামিকা চক্রবর্তী। নেপথ্যে তাঁর একটি পোস্ট করা ভিডিয়ো। তাঁর পোশাক নিয়ে উড়ে এসেছে কটাক্ষ। অনেকেরই মতে, যে পোশাক পরে তিনি নেচেছেন, তা অশালীন। যদিও অনামিকা এই ট্রোল নিয়ে এখনও প্রকাশ্যে মন্তব্য করেননি।

তথাগতকে শুভেচ্ছা বিবৃতির
পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন আজ অর্থাৎ সোমবার। জন্মদিনে প্রাক্তন স্ত্রী নাকি ‘প্রেমিকা’, কার শুভেচ্ছা ভেসে আসে, তা দেখতেই উৎসুক হয়েছিল গসিপ-প্রিয় নেটিজেন। শুভেচ্ছা এল, তবে দেবলীনা দত্তের নয়, বিবৃতি চট্টোপাধ্যায়ই এক মিষ্টি ছবি পোস্ট করলেন তথাগতের সঙ্গে। সঙ্গে লিখলেন, “শুভ জন্মদিন পরিচালক”।

Published on: May 15, 2023 09:09 PM