Bangladesh-Seven Sisters: সেভেন সিস্টার্স নিয়ে এত বড় কথা? এবার ভারতীয় সেনা নামছে অ্যাকশনে…

|

Dec 21, 2025 | 2:40 PM

Indian Army: এবার বিএসএফ, ভারতীয় সেনা ও অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক করলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচান্দের তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে এই বৈঠক করেন তিনি।

ভারতের সেভেন সিস্টার্স নাকি কেড়ে নেবে বাংলাদেশ! এই হুমকি শোনার পরই আর চুপ থাকল না সরকার। ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে তো তলব করা হয়েছিলই। এবার বিএসএফ, ভারতীয় সেনা ও অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক করলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচান্দের তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে এই বৈঠক করেন তিনি। বিএসএফ, ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কর্তারা ছাড়াও স্পেশাল ফোর্সের সেনা আধিকারিকরাও ছিলেন বৈঠকে। সূত্রের খবর, সীমান্তের প্রতিটি কোনায় নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফের উপরে নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশ্যাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপরে সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের আরও বেশি করে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।