FIFA World Cup: বিশ্ব কাঁপাল স্প্যানিশ আর্মাডা
২০০৮-র ইউরো কাপ জয়ের ঠিক ২ বছরের মাথায় বিশ্বকাপ জয় স্পেনের।
এখন থেকেই ফুটবল প্রেমীরা কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হওয়ার দিন গুনতে শুরু করে দিয়েছে। ২০১০ সালে বিশ্বকাপ পেয়েছিল এক নতুন চ্য়াম্পিয়ন। বিশ্বের অষ্টম দেশ হিসেবে চ্যাম্পিয়ন হয় স্পেন। ২০০৮-র ইউরো কাপ জয়ের ঠিক ২ বছরের মাথায় বিশ্বকাপের দখল করে তারা। আবার এই জয়ের ঠিক ২ বছর পর, ২০১২-র ইউরো কাপও তুলে নেয় তারা। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিদ্বন্দ্বী ছিল নেদারল্যান্ডস। ২০১০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ফুটবলে কপালটা সত্যি খারাপ নেদারল্যান্ডসের। তিনবার ফাইনালে উঠেও একবারও চ্য়াম্পিয়ন হতে পারেনি তারা।
২০১০ সালের ফাইনালে যে কোনও দলই জিততে পারত। তবে ম্য়াচের অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে ইনিয়েস্তার গোলে স্পেন জিতে যায়। স্প্যানিশ ফুটবল এক অন্য আবেদন তৈরি করে ফুটবল বিশ্বে। প্রসঙ্গত, সে বারের প্রাক বিশ্বকাপে ২০৪ টি দেশ অংশ নেয়। ২০১০ সালের বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন দিয়েগো ফোরলান (উরুগুয়ে)। সে বার সব চেয়ে বেশি গোল করেছিলেন দিয়েগো ফোরলান (উরুগুয়ে)- ৫ গোল। ২০১০ সালের বিশ্বকাপ তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেছিল জার্মানি ও উরুগুয়ে।