Nakashipara Murder Case: স্ত্রীর সঙ্গে পরকীয়া, তারপর…

| Edited By: Tapasi Dutta

Oct 03, 2023 | 8:32 PM

স্ত্রীর সঙ্গে পরকীয়া তারই জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় বছর 35 এর বিমল সরকার। ঘটনাটি ঘটে নদীয়া নাকাশিপাড়া থানা এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নাকাশিপাড়া বাসিন্দার পেশায় রাজমিস্ত্রি বিমল সরকার বেশ কিছুদিন ধরে। প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর থেকে মাঝেমধ্যেই তাকে হুমকি দেয় ওই মহিলার স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কয়েকবার বচসা সৃষ্টি হয়। এরপর গতকাল রাত্রে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়।

তবে মৃতের দাদা জানায় ভাই তাকে ফোন করেছিল তারপর খোঁজ করে যায় দেখি কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। সে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।তার উপর অস্ত্রের আঘাত গোটা মাথায় এবং ঘাড়ে, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাকাসিপাড়া বেথুয়া ডহরি গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তাকে কৃষ্ণনগর জিলা হসপিটালে স্থানান্তরিত করে দেয়। রাস্তাতে আসতে আসতে পথে গাড়িতেই সে মারা যায়।কৃষ্ণনগর জিলা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কি কারণে কে বা কারা মারলো তা মৃতের দাদার অজানা ,তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারি তার সাথে পরকীয়া কারণে তার স্বামী তার প্রেমিককে কে খুন করেছে। এরপর থেকে অভিযুক্ত খুঁজে তল্লাশি চালাচ্ছে নাকাশিপাড়া থানার পুলিশ।