Virat Anushka News: বিরাট অনুস্কার বুক সেলফে আছে কোন বই?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 10, 2023 | 4:51 PM

বেড়াতে গেলে বই সঙ্গে নেন অনুস্কা । সেই তালিকায় রয়েছে ঝুম্পা লাহিড়ীর ছোট গল্পের সংকলন 'আনঅ্যাকাসট্মড আর্থ' । অনুস্কার প্রিয় আমিশ ত্রিপাঠির সীতা ওয়ারিয়র অফ মিথিলা । অনুস্কা কমিক্সও পড়েন টিঙ্কল কমিক্সের সাপুন্ডি প্রিয় তাঁর । বইয়ের তালিকায় আছে নাসিরুদ্দিন শাহর আত্মজীবনী মূলক বই অ্যান্ড দেন ওয়ান ডে

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের আইকন। বলিউডের বক্স অফিসে ঝড় তোলা নায়িকা অনুস্কা শর্মা । কোন বই পড়েন তাঁরা? বেড়াতে গেলে বই সঙ্গে নেন অনুস্কা । সেই তালিকায় রয়েছে ঝুম্পা লাহিড়ীর ছোট গল্পের সংকলন ‘আনঅ্যাকাসট্মড আর্থ’ । অনুস্কার প্রিয় আমিশ ত্রিপাঠির সীতা ওয়ারিয়র অফ মিথিলা । অনুস্কা কমিক্সও পড়েন টিঙ্কল কমিক্সের সাপুন্ডি প্রিয় তাঁর । বইয়ের তালিকায় আছে নাসিরুদ্দিন শাহর আত্মজীবনী মূলক বই অ্যান্ড দেন ওয়ান ডে । অনুস্কা পড়েন কোলম্যান বার্কসের দ্যা সোল অফ রুমি । অপরাহ উইন ফ্রের হোয়াট আই নো ফর শিওর অনুস্কার পছন্দের বই । থিক নাথ হানের পিস ইজ এভরি স্টেপ । বিরাট কোহলিও বই পড়েন । ম্যাচের মাঝে ড্রেসিং রুমে বিরাটকে স্টিভেন সিলভেস্টারের ডিটক্স ইয়োর ইগো পড়তে দেখা গেছে । এছাড়াও বিরাট পড়েন পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী । আন্দ্রে আগাসির আত্মজীবনী ওপেন বিরাটের প্রিয় ।