‘ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল’, স্টেজে কী হল লগ্নজিতার সঙ্গে?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2025 | 7:37 PM

শীতের আসরে জমে উঠেছিল লগ্নজিতার অনুষ্ঠান। হঠাৎই ছন্দপতন। এক ব্যক্তি স্টেজে উঠে পড়লেন, তারপর শিল্পীকে মারতে উদ্যত হলেন, সঙ্গে অকথ্য ভাষায় কথা! লগ্নজিতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অনুষ্ঠানে যা হল, তাঁর শিল্পীর কথাতেই তাঁর ১১ বছরের কেরিয়ারে প্রথম।

কলকাতা: অনুষ্ঠান তখন প্রায় তাঁর শেষের পথে। আর একটা গান বাকি, তিনি ‘শো ক্লোজ’ করার পথে। হাতে মাইক্রোফোন। দর্শকদের উচ্ছ্বাস, তাঁদের সঙ্গে শিল্পীর দু’কলি কথা, মাঝে গান! শীতের আসরে জমে উঠেছিল লগ্নজিতার অনুষ্ঠান। হঠাৎই ছন্দপতন। এক ব্যক্তি স্টেজে উঠে পড়লেন, তারপর শিল্পীকে মারতে উদ্যত হলেন, সঙ্গে অকথ্য ভাষায় কথা! লগ্নজিতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অনুষ্ঠানে যা হল, তাঁর শিল্পীর কথাতেই তাঁর ১১ বছরের কেরিয়ারে প্রথম। দুঃসহ অভিজ্ঞতার কথা TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন লগ্নজিতা, যা শিউরে ওঠার মতো।

Published on: Dec 21, 2025 07:36 PM