Bengal Election 2021 : বাঁশ হাতে ধাওয়া সুজাতাকে! আলপথে দৌড় তৃণমূল নেত্রীর
আরামবাগের পশ্চিমপাড়ায় লাথি মেরে ভাতের হাঁড়ি উল্টে দেওয়ার পাশাপাশি মেরে এক মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগ সুজাতার বিরুদ্ধে। প্রতিবাদে ধানক্ষেতের মধ্য দিয়ে বাঁশ হাতে সুজাতাকে তাড়া করেন স্থানীয়রা। ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী।
হাতে বাঁশ! এক স্থানীয় বাঁশ উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থীর দিকে। মঙ্গলবার তৃতীয় দফার ভোটে এমনই ঘটনা ঘটেছে আরামবাগের (Arambagh) পশ্চিমপাড়ায়।
ইতিপূর্বে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ (Sujata Mondal Khan)। যদিও মঙ্গলবার সুজাতার বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ।
লাথি মেরে ভাতের হাঁড়ি উল্টে দেওয়ার পাশাপাশি মেরে এক মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সুজাতার বিরুদ্ধে। প্রতিবাদে ধানক্ষেতের মধ্য দিয়ে বাঁশ হাতে সুজাতাকে তাড়া করেন স্থানীয়রা। ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয়বাহিনী।
[embedyt] https://www.youtube.com/watch?v=XOi_VMT9XR0[/embedyt]