Rudranil Ghosh on Bangladesh Unrest: বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?

Dec 01, 2024 | 2:24 PM

Bangladesh Crisis: পরবর্তী নির্বাচনে মানুষ বিজেপিকেই দেখতে চায়, তাই জেলা এবং এলাকাভিত্তিক স্তরে আরও বেশী সক্রিয় হতে হবে তাদের। পুলিশ-প্রশাসনও এই দুর্নীতিতে যুক্ত, তাদের উপস্থিতিতেই এই ভোট লুঠ ঘটে: রুদ্রনীল

 

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন রুদ্রনীল ঘোষ। সেখানেই তৃণমূলকে ভোট লুঠ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। বাংলাদেশ ইস্যুতেও দলের শীর্ষনেতৃত্বকে দিয়েছেন বার্তা। ‘বাংলাদেশ ইস্যুতে আরও বড় আন্দোলন হলে মানুষ দলমত নির্বিশেষে সমর্থন করবেন’ জানিয়েছেন বিজেপি নেতা। বলেছেন তার জন্য দরকার দলের শীর্ষনেতৃত্বের আদেশ। তিনি দাবি করেছেন, মানুষ তৃণমূলের হাজার অত্যাচারের পরেও ৪০ শতাংশ ভোট দিয়েছেন তাদের। তাই মানুষের জন্য জেলাভিত্তিক স্তরে পথে নেমে কাজ করা প্রয়োজন।

অভিনেতা বলেন, ‘পরবর্তী নির্বাচনে মানুষ বিজেপিকেই দেখতে চায়, তাই জেলা এবং এলাকাভিত্তিক স্তরে আরও বেশী সক্রিয় হতে হবে তাদের।’ তৃণমূলকে ‘গণতন্ত্রবিরোধী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন পুলিশ-প্রশাসনও এই দুর্নীতিতে যুক্ত, তাদের উপস্থিতিতেই এই ভোট লুঠ ঘটে। পরিশেষে বাংলাদেশ ও বাংলার ‘দুর্নীতি’―দুই ইস্যুতেই তীব্র নিন্দা করেন রুদ্রনীল।