Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?

|

Dec 19, 2025 | 3:50 PM

Bangladesh: প্রয়াত বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (Osman Hadi)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন।

প্রয়াত বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (Osman Hadi)এক সপ্তাহের জীবন-মরণের লড়াইয়ের পর গতকাল, ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে ওসমান হাদির মৃত্যু হয়। আর হাদির মৃত্যুর পরই আবারও জ্বলে উঠল বাংলাদেশ (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন। ওসমান হাদির পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ইউনূস। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।

Published on: Dec 19, 2025 03:49 PM