Bangladesh: ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করবে এই বাংলাদেশি নেতা?
India-Bangladesh: ইনকিলাব মঞ্চের আয়োজিত মিছিলে হাসনাত বলেন, “ভারতের সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। যারা শেখ হাসিনাকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছে, অর্থ-প্রশিক্ষণ দিচ্ছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে।”
ভারত না থাকলে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন সম্ভব হত না বাংলাদেশের। এ কথা ভুলতে বসেছে পড়শি দেশ। এর মধ্যেই বাংলাদেশি নেতাদের উসকানিমূলক হুমকি। বিজয় দিবসের আগের দিন, ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায় সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকি। ইনকিলাব মঞ্চের আয়োজিত মিছিলে হাসনাত বলেন, “ভারতের সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। যারা শেখ হাসিনাকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছে, অর্থ-প্রশিক্ষণ দিচ্ছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে।”
