SIR শুরু হতেই পিঠটান বাংলাদেশিদের?
SIR in Bengal: SIR এর জন্যই পালাতে হচ্ছে, টিভি৯ বাংলায় কবুল অনুপ্রবেশকারীদের। তাঁদের কাছে যে বৈধ কাগজপত্র নেই তাও মানছেন অকপটে। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, যদি একজন ঢুকে থাকে তার দায় দায়িত্ব অমিত, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফের।
কলকাতা: এসআইআর আবহে তপ্ত বাংলা। এরইমধ্যে চাঞ্চল্যকর ছবি দেখা গেল স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। সূত্রের খবর, পালিয়ে যাচ্ছে শয়ে শয়ে বাংলাদেশি। দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবসারে পর এবার পালানোর হিড়িক। SIR এর জন্যই পালাতে হচ্ছে, টিভি৯ বাংলায় কবুল অনুপ্রবেশকারীদের। তাঁদের কাছে যে বৈধ কাগজপত্র নেই তাও মানছেন অকপটে। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, যদি একজন ঢুকে থাকে তার দায় দায়িত্ব অমিত, স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফের।