Bank Fraud: ব্যাঙ্ক এজেন্টই প্রতারক!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 08, 2023 | 4:23 PM

গ্রাহককের মোবাইলের ওটিপি হ‍্যাক করে লক্ষাধিক টাকা আত্মসাৎ, আটক ব্যাঙ্ক এজেন্ট।বসিরহাটের হাসনাবাদ থানার রূপমারী গ্রাম পঞ্চায়েতের খেজুরবেড়িয়া গ্রামের বধূ সাগরিকা দাসের কাছে বেশ কিছুদিন আগে একটি ফোন নাম্বার থেকে কল যায়। ফোনে বলা হয়, তার নতুন এটিএম কার্ড এসে গেছে এক্ষুনি চালু করতে হবে।

বসিরহাটের হাসনাবাদ থানার রূপমারী গ্রাম পঞ্চায়েতের খেজুরবেড়িয়া গ্রামের বধূ সাগরিকা দাসের কাছে বেশ কিছুদিন আগে একটি ফোন নাম্বার থেকে কল যায়। ফোনে বলা হয়, তার নতুন এটিএম কার্ড এসে গেছে এক্ষুনি চালু করতে হবে। ফোনে এক যুবক বলে, “ফোনে একটি ওটিপি যাবে, সেই নাম্বারটি বলবেন। ওই বধূ ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি বলে দেন।” তারপর ঐ বধূর এটিএম কার্ডে যে ১ লক্ষ ১৫ হাজার টাকা ছিল। সেই টাকা তুলে নেয় ঐ যুবক। এই নিয়ে চলতি বছরের জুলাই মাসের ২২ তারিখে ওই গৃহবধূ প্রতারণার হয়ে ব্যাঙ্ক এজেন্ট অনিমেষ সরকারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাসনাবাদ থানার পুলিশ। এদিন হঠাৎ বসিরহাট থানার দণ্ডিরহাটের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ওই যুবক গেলে বধূ জানতে পারে। তখন হাতেনাতে তাকে এসে পাকড়াও করে। পুরো বিষয়টি একদিকে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় অন্যদিকে গ্রাহকদের জানানোর পর তাকে আটকে রাখা হয়। অনিমেষ সরকার বলেন, “উনি যদি প্রমাণ করাতে পারেন যে আমি ওনার টাকা ওটিপি নিয়ে আত্মসাৎ করেছি সব টাকা ফেরত দিয়ে দেব।” এই নিয়ে অনিমেষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে অন‍্য গ্রাহকদের সঙ্গে। পুলিশকে খবর দিলে বসিরহাট থানার পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। গৃহবধূর দাবি, হিঙ্গলগঞ্জের একাধিক জায়গা থেকে এটিএম কার্ড চালু করে দেওয়ার নাম করে অনেক জনের কাছে প্রতারণা করেছে এই ব্যাংক এজেন্ট। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর পিছনে বড়সড় কোন চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।