Suvendu Adhikari: পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-২ বানাতে চায়: শুভেন্দু অধিকারী

|

Nov 10, 2025 | 12:50 PM

West Bengal Assembly Election 2025: শুভেন্দু বলেন, "সব হিসাব আমরা নেব। বদলও হবে, বদলাও হবে। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ভোট জিহাদ করে এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-২ বানাতে চায়। আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেব না।"

বর্ধমানে সভা থেকে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বললেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দু বিতাড়ন হবে”। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ার ডাক দেন তিনি। বদলা চাইলে বদল আনার ডাক দেন তিনি। শুভেন্দু বলেন, “সব হিসাব আমরা নেব। বদলও হবে, বদলাও হবে। এরা লাভ জিহাদ, রেশন জিহাদ, ভোট জিহাদ করে এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-২ বানাতে চায়। আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেব না। এই রাজ্য নৈরাজ্যে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে রাজ্য থেকে শিল্প তাড়িয়েছেন। মোট ৬ হাজার ৮৮টা শিল্প বন্ধ হয়েছে।”

Published on: Nov 10, 2025 12:50 PM