‘মসজিদে আপত্তি নেই, কিন্তু…’, শুভেন্দুর নিশানায় তৃণমূল

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 06, 2025 | 6:42 PM

এক বছর আগেই ঘোষণা করেছিলেন। আর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। এই নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ২ দিন আগেই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। তবে বিরোধী দলনেতার বক্তব্য, বাংলায় মোঘল-পাঠানদের সংস্কৃতির বীজ পোঁতা হল। তৃণমূলকে না সরালে বাংলায় মোঘলদের নামে নামকরণ হবে। শুভেন্দু বলেন, "মসজিদের আপত্তি নেই। কিন্তু, বাবরের নাম নিয়ে আপত্তি রয়েছে।" শুভেন্দুর আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "হুমায়ুন কবীরকে তো তৃণমূল বহিষ্কার করেছে। এর আগেও হুমায়ুনকে বহিষ্কার করেছিল তৃণমূল। তখন মালা দিয়ে বরণ করেছিল বিজেপি।"

এক বছর আগেই ঘোষণা করেছিলেন। আর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। এই নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ২ দিন আগেই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। তবে বিরোধী দলনেতার বক্তব্য, বাংলায় মোঘল-পাঠানদের সংস্কৃতির বীজ পোঁতা হল। তৃণমূলকে না সরালে বাংলায় মোঘলদের নামে নামকরণ হবে। শুভেন্দু বলেন, “মসজিদের আপত্তি নেই। কিন্তু, বাবরের নাম নিয়ে আপত্তি রয়েছে।” শুভেন্দুর আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “হুমায়ুন কবীরকে তো তৃণমূল বহিষ্কার করেছে। এর আগেও হুমায়ুনকে বহিষ্কার করেছিল তৃণমূল। তখন মালা দিয়ে বরণ করেছিল বিজেপি।”