Canning Hospital News: হাসপাতালের ভিতরে সদ্যোজাত, বাইরে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা

Oct 23, 2022 | 12:18 PM

Canning: হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ বিশাখার পরিবারের। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর অবশেষে হাসপাতালে ভর্তি করা হয় মাকে।

ক্যানিং: হাসপাতালে ভর্তি একদিনের সদ্যোজাত। বাইরে খোলা আকাশের নিচে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা। এমনই মর্মান্তিক ছবি ধরা পড়ল ক্যানিং মহকুমা হাসপাতালে। গোসাবা গ্রামীণ হাসপাতালে সন্তানের জন্ম দেন সাতজেলিয়ার বাসিন্দা বিশাখা মণ্ডল। পরে সদ্যোজাতর চিকিৎসার জন্য তাঁকে ক্যানিং হাসপাতালে রেফার করা হয়। যদিও ভর্তি নেওয়া হয়নি মাকে, খবর সূত্রের।

হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ বিশাখার পরিবারের। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর অবশেষে হাসপাতালে ভর্তি করা হয় মাকে। ‘সকালে প্রসব হয়েছে, তারপরেই গোসাবা থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি তো সুস্থ না। এখানে বলছে, শুধু শিশুর চিকিৎসা হবে’, কাতরাতে কাতরাতেই জানালেন মা। চিকিৎসা ছাড়া কেন ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের বাইরে চিকিৎসা ছাড়া পড়ে রইলেন মা, উঠছে প্রশ্ন।

Published on: Oct 23, 2022 12:18 PM