রুজিরা-কে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবারই অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই?
রুজিরা মঙ্গলবার সিবিআইকে সময় দিলেও সোমবারই তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন মেনকা।
রবিবার ছুটির দুপুরে চাঞ্চল্যকর মোড় নেয় কয়লাকাণ্ড। আচমকাই দুপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ১৮৮এ, শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। একটি নোটিসও দেওয়া হয় রুজিরার নামে। একইসঙ্গে রুজিরার বোন মেনকা গম্ভীরকেও নোটিস দেয় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। সূত্রের খবর, রুজিরা এবং তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সেই সব নিয়েই কথা বলতে চায় সিবিআই। রুজিরা মঙ্গলবার সিবিআইকে সময় দিলেও সোমবারই তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন মেনকা।