CM Mamata Banerjee: ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার

| Edited By: জয়দীপ দাস

Jan 14, 2026 | 1:19 PM

SIR in Bengal: পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা এ ভাষাতেই সুর চড়াতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।

এসআইআরের মাঝেই বাঁকুড়ার খাতড়ায় গাড়ি বোঝাই ফর্ম ৭ নিয়ে শোরগোল। বৈধ ভোটারের নাম বাদ দিতেই গুচ্ছ গুচ্ছ ফর্ম ৭ নিয়ে যাচ্ছিল বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ইস্যুতে পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা এ ভাষাতেই সুর চড়াতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।