SIR প্রক্রিয়া সরেজমিনে দেখতে রাজ্যে ফের কমিশনের দল, কাদের সঙ্গে বৈঠক?

| Edited By: জয়দীপ দাস

Nov 18, 2025 | 1:21 PM

SIR in Bengal: সূত্রের খবর, DEO ও ERO দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধারা। ৫ জেলায় SIR এর প্রক্রিয়ার অগ্রগতিও খতিয়ে দেখা হবে। আসন্ন ভোটের আবহে ইভিএম নিয়ে ওয়ার্কশপও করা হবে বলে জানা যাচ্ছে। কমিশনের টিমে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।

কলকাতা: কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও-রা। চলছে বিক্ষোভ। রাজ্যের নানা প্রান্তেই দেখা যাচ্ছে একই ছবি। এরইমধ্যে আবার এসআইআর প্রক্রিয়া সরেজমিনে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, DEO ও ERO দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধারা। ৫ জেলায় SIR এর প্রক্রিয়ার অগ্রগতিও খতিয়ে দেখা হবে। আসন্ন ভোটের আবহে ইভিএম নিয়ে ওয়ার্কশপও করা হবে বলে জানা যাচ্ছে। কমিশনের টিমে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি।