Pathar Pratima Deer Rescue: কুকুরের তাড়ায় লোকালয়ে হরিণ!
কুকুরের তাড়া খেয়ে হরিণটি দৌড়াদৌড়ি শুরু করে ফাঁকা মাঠে। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাথরপ্রতিমার লক্ষ্মীপুর এলাকায়। কুকুরের হাত থেকে হরিণটিকে বাঁচাতে গ্রামের বাসিন্দারা ধরে ফেলেন। সেই খবর চাউর হতেই হরিণ দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামের বাসিন্দারা। হরিণটিকে উদ্ধার করার পরেই স্থানীয়রা পাথরপ্রতিমা থানায় খবর দেয়
একটি পূর্ণবয়স্ক হরিণকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখে তাড়া করে বেশ কিছু কুকুর। আর কুকুরের তাড়া খেয়ে হরিণটি দৌড়াদৌড়ি শুরু করে ফাঁকা মাঠে। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাথরপ্রতিমার লক্ষ্মীপুর এলাকায়। কুকুরের হাত থেকে হরিণটিকে বাঁচাতে গ্রামের বাসিন্দারা ধরে ফেলেন। সেই খবর চাউর হতেই হরিণ দেখতে ভিড় জমায় আশেপাশের গ্রামের বাসিন্দারা। হরিণটিকে উদ্ধার করার পরেই স্থানীয়রা পাথরপ্রতিমা থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের মাধ্যমে খবর পেয়ে বনদপ্তরের অধিকারিক সহ বনকর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে রামগঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যায়। সেখানে শারিরীক পরীক্ষার পর হরিণটিকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে বনকর্মীদের অনুমান।