ঘরে বসে AI দিয়ে কী করেছে কমিশন? বিস্ফোরক মমতা

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 30, 2025 | 10:03 PM

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থেকে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি। নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে। এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গিয়েছে। বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন দিল্লিতে হবে। আন্দোলন বাংলাতেও হবে।”

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থেকে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি। নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে। এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গিয়েছে। বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন দিল্লিতে হবে। আন্দোলন বাংলাতেও হবে।”