তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যদেরই শুনানিতে ডাক, বাড়ল রাজনৈতিক তরজা
২০১১ সাল থেকে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। ২০১১ সালে সিপিএম প্রার্থী হিসেবে জিতেছিলেন। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৬ এবং ২০২১ সালে তৃণমূলের টিকিটে এই আসন থেকে জয়ী হন তিনি। তাঁরই পরিবারের তিন সদস্যকে এসআইআর-এ শুনানিতে ডাকা হয়েছে। নবীনচন্দ্র বাগের অভিযোগ, তিনি তৃণমূলের বিধায়ক হওয়াতেই বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তাঁর পরিবারকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁর দাবি, অকারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁর মা নন্দরানি বাগ, ভাই বিপিন বাগ ও ভাইয়ের স্ত্রীকে। এই নিয়ে পাল্টা বিজেপির বক্তব্য, উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। নামের বানান নিয়ে কিছু সমস্যা থাকতে পারে।
২০১১ সাল থেকে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। ২০১১ সালে সিপিএম প্রার্থী হিসেবে জিতেছিলেন। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৬ এবং ২০২১ সালে তৃণমূলের টিকিটে এই আসন থেকে জয়ী হন তিনি। তাঁরই পরিবারের তিন সদস্যকে এসআইআর-এ শুনানিতে ডাকা হয়েছে। নবীনচন্দ্র বাগের অভিযোগ, তিনি তৃণমূলের বিধায়ক হওয়াতেই বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তাঁর পরিবারকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। তাঁর দাবি, অকারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁর মা নন্দরানি বাগ, ভাই বিপিন বাগ ও ভাইয়ের স্ত্রীকে। এই নিয়ে পাল্টা বিজেপির বক্তব্য, উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। নামের বানান নিয়ে কিছু সমস্যা থাকতে পারে।