রাম মন্দির নির্মাণ তহবিলে শ্রী রামেশ্বর রাও ও শ্রী সিএমডি কৃষ্ণার আর্থিক অনুদান

প্রভু রামের পুণ্য় জন্মভূমি অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ।গোটা বিশ্বের দরবারে রাম মন্দির হয়ে উঠুক সৌহার্দ্যের প্রতীক।এই উদ্দেশ্যে গঠিত হয়েছে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’।

রাম মন্দির নির্মাণ তহবিলে শ্রী রামেশ্বর রাও ও শ্রী সিএমডি কৃষ্ণার আর্থিক অনুদান
চিন্নাজীয়র স্বামী আশ্রমে
Follow Us:
| Updated on: Jan 23, 2021 | 7:22 PM

প্রভু রামের পুণ্য় জন্মভূমি অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। সভ্যতার এই অন্য়তম স্থাপত্য নির্মাণের কাজ শীঘ্র শেষ হোক, গোটা বিশ্বের দরবারে রাম মন্দির হয়ে উঠুক সৌহার্দ্যের প্রতীক। এই উদ্দেশ্যে গঠিত হয়েছে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। আর এই প্রয়াসে সামিল দেশের বিভিন্ন বিশিষ্ট সংগঠন। এই স্থাপত্য নির্মাণের সঙ্গে যুক্ত মন্দির, মঠ, ধর্মচারীদের সান্নিধ্য় তথা আশীর্বাদ লাভ করছে সেইসব সংগঠন। TV9 নিউজ নেটওয়ার্ক, মাই হোম এবং মেধা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেড রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের হাতে তুলে দিয়েছে ১১ কোটি টাকা। ‘মাই হোম’-এর চেয়ারম্যান রামেশ্বর রাও ৫ কোটি টাকা এবং ‘মেঘা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেড’-এর সিএমডি কৃষ্ণা রেড্ডি ৬ কোটি টাকা দান করে চিন্নাজীয়র স্বামীর আশীর্বাদ গ্রহণ করেন।