WHAT INDIA THINKS TODAY 2024: প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আস্থা পুনাওয়ালা ফিনকর্পের এমডি অভয় ভুতড়ার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 25, 2024 | 9:59 PM

অভয় ভুতরা বলেন, “সুদঢ় আইন-শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া কোনও দেশই উন্নতি করতে পারে না। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করতে চাই। নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য দেশ এবং দেশের নাগরিকদের রক্ষা করার জন্য তিনি অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন। এর জন্য আমি তাঁকে কৃতজ্ঞতা জানাই।”

দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের। ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি নিরাপত্তা জোরদার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন ফিনটেক সংস্থা পুনাওয়ালা ফিনকর্পের এমডি অভয় ভুতড়া। ভারতের ১ নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-এর আয়োজিত কনক্লেভের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল দৃষ্টিভঙ্গির পাশাপাশি অমিত শাহর নেতৃত্বে ভারতের দৃঢ় সুরক্ষা ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন তিনি। অভয় ভুতরা বলেন, “সুদঢ় আইন-শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া কোনও দেশই উন্নতি করতে পারে না। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করতে চাই। নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য দেশ এবং দেশের নাগরিকদের রক্ষা করার জন্য তিনি অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন। এর জন্য আমি তাঁকে কৃতজ্ঞতা জানাই।”