Paschim Medinipur Agitation: প্রকাশ্য রাস্তায় দুই প্রতিবেশীর চুলোচুলি মেদিনীপুর শহরে

Paschim Medinipur Agitation: প্রকাশ্য রাস্তায় দুই প্রতিবেশীর চুলোচুলি মেদিনীপুর শহরে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 15, 2023 | 5:32 PM

তীব্র চঞ্চল্য মেদিনীপুরের বল্লভপুর এলাকায়। জানা গিয়েছে, এলাকার একটি ড্রেনের ওপর পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়েছে প্রতিবেশী দুই পক্ষ। সোমবার সকাল থেকেই বিবাদ চরমে ওঠে। দুপক্ষের বিবাদ এর মাঝেই নির্মীয়মান পাঁচিল ভাঙতে উদ্ধত হয় এক পক্ষ। সেই সময়ই হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা

প্রকাশ্য রাস্তায় দুই প্রতিবেশীর চুলোচুলি মেদিনীপুর শহরে। রাস্তার ওপরেই এক পক্ষ আরেক পক্ষকে ফেলে বেধড়ক পেটালো। তীব্র চঞ্চল্য মেদিনীপুরের বল্লভপুর এলাকায়। জানা গিয়েছে, এলাকার একটি ড্রেনের ওপর পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়েছে প্রতিবেশী দুই পক্ষ। সোমবার সকাল থেকেই বিবাদ চরমে ওঠে। দুপক্ষের বিবাদ এর মাঝেই নির্মীয়মান পাঁচিল ভাঙতে উদ্ধত হয় এক পক্ষ। সেই সময়ই হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা। প্রকাশ্য রাস্তায় দীর্ঘক্ষণ চলে মারামারি। ভাঙ্গা ইট দুপক্ষ ছুড়তে থাকে একে অপরের দিকে। ভাঙ্গা ইট লেগে জখম হয় এক শিশু। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা কি ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।