Geetapath: বাজল শাঁখ, সঙ্গ উলুধ্বনি, ব্রিগেডে কী হল দেখুন…

Dec 07, 2025 | 5:25 PM

মাঠ জুড়ে ছিল ২৫ টি গেট। ছিল তিনটি মঞ্চ। ছিল জায়েন্ট স্ক্রিন। বড়-বড় সাধুরা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীরা। এ দিন সকাল থেকেই বাজ ছিল শাঁখ, ঢাক, খোল, করতাল নিয়ে নাচ করছিলেন সনাতনীরা। বেদ  পাঠের পর চলছে গীতা আরতি।  

বাংলায় ৫ লক্ষে কণ্ঠে গীতাপাঠ হল রবিবার। আজ ভোর থেকেই ভক্তদের ভিড় ছিল ব্রিগেডে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে। মাঠ জুড়ে ছিল ২৫ টি গেট। ছিল তিনটি মঞ্চ। ছিল জায়েন্ট স্ক্রিন। বড়-বড় সাধুরা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীরা। এ দিন সকাল থেকেই বাজ ছিল শাঁখ, ঢাক, খোল, করতাল নিয়ে নাচ করছিলেন সনাতনীরা। বেদ  পাঠের পর চলছে গীতা আরতি।