South Dinajpur: দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 15, 2024 | 6:34 PM

বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, 'এই ঘটনা সম্পূর্ণ তৃণমূলের মদতেই ঘটছে, অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। নয়তো নদীর পাড় ভেঙে বন্য়ার মত বিপত্তি ঘটতে পারে।'

দক্ষিণ দিনাজপুর: বালি পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর। দীর্ঘদিন ধরে আত্রেয়ী নদীর চর লিজ দেওয়া হয়নি। তারপরেও বহু অসৎ ব্যবসায়ী বালি পাচার চালিয়ে যাচ্ছেন এই এলাকায়। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, ‘এই ঘটনা সম্পূর্ণ তৃণমূলের মদতেই ঘটছে, অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। নয়তো নদীর পাড় ভেঙে বন্য়ার মত বিপত্তি ঘটতে পারে।’ যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি জেলা সভাপতির বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলে দাগিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য,’তৃণমূলকে কাটমানি দিলে বালি কেন, নদীও বেচে দিতে পারে। উপযুক্ত পরিমাণ টাকা দিলে ডিএম অফিসটাও বেঁচে দিতে পারে।’ যদিও এই বালি পাচার রুখতে তৎপর প্রশাসন। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে রোজই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নদীর চরগুলিতে বালি পাচার রুখতে চর লিজ দেওয়া শুরু হয়েছে, কাজ অবিলম্বেই শেষ হবে।