asHardik Pandya, IPL 2025: আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?

Apr 01, 2025 | 6:07 PM

IPL 2025: হার্দিকের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, কেকেআরকে একপেশে ভাবে হারানো, বোলিংয়ে ভালো পারফরম্যান্স। গ্যালারিতে সেলিব্রেশন। হার্দিকের নামে ভালোবাসার ধ্বনি। গ্যালারির দিকে হার্দিকের ফ্লাইং কিস।

হার্দিক পান্ডিয়া তো কিছু করেননি! তারপরও কিন্তু আইপিএলের গত মরসুমে নানা ভেনুতে বিদ্রুপ শুনতে হয়েছে। সবচেয়ে কষ্টকর হোম গ্রাউন্ড অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি থেকেও যখন বিদ্রুপ, নানা কটূক্তি এসেছে। হার্দিক পান্ডিয়া কি কোনও ভুল করেননি? গত আইপিএলের আগে গুজরাট টাইটান্স ক্যাপ্টেন হিসেবেই রিটেন করেছিল হার্দিককে। তালিকা প্রকাশের পর খবর আসে, ট্রেডিংয়ে গুজরাট থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, কেকেআরকে একপেশে ভাবে হারানো, বোলিংয়ে ভালো পারফরম্যান্স। গ্যালারিতে সেলিব্রেশন। হার্দিকের নামে ভালোবাসার ধ্বনি। গ্যালারির দিকে হার্দিকের ফ্লাইং কিস। ছোট ছোট নানা মুহূর্ত যেন বলে দিচ্ছিল, হার্দিককে আবারও বুকে টেনে নিয়েছে মুম্বই। হয়তো এই দৃশ্যগুলোর জন্যই যাঁর যাঁর দৃষ্টিকোন থেকে বলা যায়, হার্দিকের কোনও ভুল থাকুক বা না থাকুক, প্রায়শ্চিত্ত পূর্ণ হল!

Published on: Apr 01, 2025 06:07 PM