High Food Price: খেতে গেলেই বিষম খাবেন

Nandan Paul |

Dec 14, 2023 | 1:08 PM

High Food Price: রাতেও সূর্য থাকে নরওয়েতে। বরফ ঢাকা নরওয়ে কিন্তু পর্যটকদের জন্য বেশ দামি। একবার খাবার খেতে লাগে ১০,০০০ টাকা। সারা বছরই বরফাবৃত থাকায় চাষ হয় না এখানে। অত্যাবশ্যক জিনিসপত্র আসে আমেরিকা আর অন্যত্র থেকে। তাই জিনিসের দাম অনেকটাই বেশি নরওয়েতে।

রাতেও সূর্য থাকে এই দেশে। নরওয়েতে প্রায় সারা রাত দেখা যায় অরোরা বোরেয়ালিস। বরফ ঢাকা নরওয়ে কিন্তু পর্যটকদের জন্য বেশ দামি। খাবারের খরচ খুব বেশি এই দেশে। একবার খাবার খেতে লাগে ১০,০০০ টাকা। সারা বছরই বরফাবৃত থাকায় চাষ হয় না এখানে। অত্যাবশ্যক জিনিসপত্র আসে আমেরিকা আর অন্যত্র থেকে। তাই জিনিসের দাম অনেকটাই বেশি নরওয়েতে। নরওয়ের মুদ্রাস্ফীতি খুব বেশি। নরওয়েতে ২৫% ভ্যাট দিতে হয়। খাবারের ওপরে ১৫% ট্যাক্স।

বিশ্বের ব্যয়বহুলতম দেশের তালিকায় একদম শীর্ষে নরওয়ে। বারমুডা প্রতিকূলতায় ভরা। সমুদ্রে অবস্থিত বলে এখানে চাষাবাদ হয় না । মুদ্রাস্ফীতি উচ্চ ও জীবনযাত্রা প্রতিকুল। এখানে বাস করতে নাগরিকদের প্রচুর ব্যয় কর্যতে হয়। বারমুডায় বেড়ানো তাই বেশ ব্যয়বহুল। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি দেশ হল। কেম্যান আইল্যান্ড, সুইৎজারল্যান্ড, বারমুডা, বাহামা, আইসল্যান্ড, বার্বাডোস, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক।

Published on: Dec 13, 2023 08:23 PM