Dividend: আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে

Dividend: আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে

Feb 27, 2025 | 10:27 PM

Indian Market: যে সব সংস্থা প্রতি বছর সময় করে ডিভিডেন্ড দেয় তার মধ্যে ডিবি কর্প, ওএনজিসি ও আইটিসি লিমিটেডের শেয়ারের ডিভিডেন্ড ইল্ড এখন বলা যায় সবচেয়ে বেশি।

ভারতের বাজারের এই উত্থানে সবচেয়ে বেশি লাভবান অবশ্যই হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। এ ছাড়াও লাভবান হয়েছে দেশের অন্যান্য বিনিয়োগকারীরা, যা মধ্যে অবশ্যই রয়েছে খুচরো বিনিয়োগকারীরা। আর এই সময়ে অনেক সংস্থাই তাদের ডিভিডেন্ড ইল্ড হুড়মুড়িয়ে বাড়িয়ে দিয়েছে। যে সব সংস্থা প্রতি বছর সময় করে ডিভিডেন্ড দেয় তার মধ্যে ডিবি কর্প, ওএনজিসি ও আইটিসি লিমিটেডের শেয়ারের ডিভিডেন্ড ইল্ড এখন বলা যায় সবচেয়ে বেশি।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।