e
ফের মতুয়াদের কথা শোনা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গলাতে। বড় আশ্বাস দিলেন মতুয়া-নমঃশূদ্রদের। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করার পাশাপাশি তৃণমূল আমলের দুর্নীতি নিয়েও সরব হলেন। এদিকে সাম্প্রতিককালে মতুয়াদের নিয়েও চলেছে ব্যাপক দড়ি টানাটানি। বারবার পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি থেকে তৃণমূল। এবার অমিত শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের মতুয়া সমাজের নমঃশূদ্র মানুষকে ভয় দেখাচ্ছেন। শান্তনুজি বারবার আমাকে ফোন করছেন। আমি বলে যাচ্ছি মতুয়া সমাজ ও নমঃশূদ্র সমাজের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতেও পারবেন না।
ফের মতুয়াদের কথা শোনা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গলাতে। বড় আশ্বাস দিলেন মতুয়া-নমঃশূদ্রদের। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করার পাশাপাশি তৃণমূল আমলের দুর্নীতি নিয়েও সরব হলেন। এদিকে সাম্প্রতিককালে মতুয়াদের নিয়েও চলেছে ব্যাপক দড়ি টানাটানি। বারবার পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি থেকে তৃণমূল। এবার অমিত শাহ বললেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের মতুয়া সমাজের নমঃশূদ্র মানুষকে ভয় দেখাচ্ছেন। শান্তনুজি বারবার আমাকে ফোন করছেন। আমি বলে যাচ্ছি মতুয়া সমাজ ও নমঃশূদ্র সমাজের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁতেও পারবেন না।