Mutual Funds Return: ‘বারবেল’ কৌশল নিন, কতটা বাড়বে মিউচুয়াল ফান্ডের রিটার্ন?

Feb 20, 2025 | 1:29 PM

Mutual Funds: এখন বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সিকিওরিটিজ ও স্বল্পমেয়াদি সিকিওরিটিজে বিনিয়োগ করা উচিৎ বলে মনে করছেন তাঁরা। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম রিটার্ন পাওয়া সম্ভব।

বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা সুপারিশ করছেন ‘বারবেল’ কৌশল গ্রহণ করা উচিৎ। অর্থাৎ, এখন বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সিকিওরিটিজ ও স্বল্পমেয়াদি সিকিওরিটিজে বিনিয়োগ করা উচিৎ বলে মনে করছেন তাঁরা। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম রিটার্ন পাওয়া সম্ভব। এবং স্বল্পমেয়াদি বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীর কাছে অর্থের জোগান ও স্থিতিশীলতা বজায় রাখবে।

সুদের হার যখন কমে যায়, তখন ডেট ফান্ডগুলোর কাছে থাকা বন্ডগুলো আরও মূল্যবান হয়ে ওঠে। বন্ডের দাম ও বন্ডের সুদ থেকে আয় একে অপরের সঙ্গে বিপরীত সম্পর্কে থাকে। বন্ডের দাম বেড়ে গেলে বন্ড থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কমে যায়। অন্যদিকে, রেপো রেট বেড়ে গেলে তা ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য খারাপ বলে মনে করা হয়। অর্থাৎ বন্ড থেকে প্রাপ্ত সুদের হার বেড়ে গেলে সেই ডেট ফান্ডগুলোর ন্যাভ কমতে থাকে, যা রিটার্নের পরিমাণ কমিয়ে দেয়।

Published on: Feb 19, 2025 11:17 PM