Car Door: কীভাবে গাড়ির দরজা খুলবেন?
গাড়ির দরজা খোলার বেশ কিছু নিয়ম আছে। কিন্তু অনেকেই হয়তো সেই নিয়ম মানেন না। ভুল দিকের দরজা খোলার জন্য হতে পারে দুর্ঘটনা। সব সময় গাড়ির চালকের উচিত তাঁর বাঁ হাত দিয়ে দরজা খোলা
গাড়ির দরজা খোলার বেশ কিছু নিয়ম আছে। কিন্তু অনেকেই হয়তো সেই নিয়ম মানেন না। ভুল দিকের দরজা খোলার জন্য হতে পারে দুর্ঘটনা। সব সময় গাড়ির চালকের উচিত তাঁর বাঁ হাত দিয়ে দরজা খোলা। বাঁ হাত দিয়ে দরজা খোলার সময় চালককে তাঁর শরীর ঝোঁকাতে হয়। তখন তিনি গাড়ির আয়নাতে দেখতে পান কোনও গাড়ি বা মানুষ আসছে কিনা। মানুষের বাঁ হাতের থেকে ডান হাতে বেশি জোর থাকে। তাই বাঁ হাত দিয়ে গাড়ির দরজা ধীরে খোলা যায়। এই নিয়ম মানলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়। গাড়ির দরজা খোলার জন্য ডাচ রিচ নিয়ম আছে। ডাচ রিচ পদ্ধতিতে বাঁ দিকের দরজা খুলতে ডান হাত ব্যবহার করুন। ডান দিকের দরজা খোলার জন্য বাঁ হাত ব্যবহার করুন। এইভাবে দরজা খুললে,পিছন থেকে কোনও ব্যক্তি এলে আপনি দেখতে পাবে। এইভাবে দুর্ঘটনা এড়াতে পারবেন।
Published on: Aug 13, 2023 01:32 PM