করোনা আপডেট: কীভাবে সুরক্ষিত রাখবেন বাড়ির শিশুটিকে
বিজ্ঞানীরা জারি করেছেন সতর্কবার্তা। শিশুরা সংক্রমিত হলে সেই শিশুর মা-বাবা এবং অভিভাবকদের মধ্যেও ছড়াবে সংক্রমণ।
এক বছরেরও বেশি সময় ধরে শিশুরা গৃহবন্দি। এরই মধ্যে আসছে করোনার তৃতীয় তরঙ্গ। বিজ্ঞানীরা জারি করেছেন সতর্কবার্তা। শিশুরা সংক্রমিত হলে সেই শিশুর মা-বাবা এবং অভিভাবকদের মধ্যেও ছড়াবে সংক্রমণ। এ দিকে, শিশুদের বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ করাটাও বেশ ঝক্কির বিষয়। তাই নিয়ন্ত্রণ আনতে হবে বাবা কিংবা মাকেই। আপনার বাড়ির শিশুটিকে কীভাবে সুরক্ষিত রাখবেন? আপনার শিশুকে ভাল রাখতে কী-কী করবেন আর কী করবেন না—জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। শুনুন, দেখুন, মেনে চলুন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ।