Bangladesh News: বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!

Apr 14, 2025 | 10:47 AM

USA Tax: হোয়াইট হাউসের তরফে প্রকাশ করা শুল্কের তালিকা থেকে জানা গিয়েছে আমেরিকান পণ্যের উপর বাংলাদেশ ৭৪ শতাংশ কর নেয়।

জিডিপির তালিকায় উপরের দিকের দেশগুলোকে নিয়ে আলোচনার মাঝে এবার চাপে পড়েছে আমাদের প্রতিবেশী বাংলাদেশও। ট্রাম্পের ওই শুল্কের তালিকায় দেখা গিয়েছে আমেরিকা বাংলাদেশের উপর ৩৭ শতাংশ পারস্পরিক কর বসিয়েছে।

হোয়াইট হাউসের তরফে প্রকাশ করা শুল্কের তালিকা থেকে জানা গিয়েছে আমেরিকান পণ্যের উপর বাংলাদেশ ৭৪ শতাংশ কর নেয়। আর সেই কারণেই আমেরিকাও বাংলাদেশি আমদানির উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করছে। যা হোয়াইট হাউস প্রকাশিত পারস্পরিক করের তালিকায় তৃতীয় সর্বোচ্চ। কম্বোডিয়ার উপর ৪৯ শতাংশ ও শ্রীলঙ্কার উপর ৪৪ শতাংশের পরই রয়েছে বাংলাদেশের উপর আরোপিত কর।