Corona Update: দেহে অক্সিজেনের মাত্রা ৬০-র নীচে, ১২ ঘন্টায় ৬ হাসপাতাল ঘুরেও অমিল চিকিৎসা
দেহে অক্সিজেন মাত্রা ৬০-র নীচে নেমে যাওয়ায় করা হয় কোভিড টেস্ট। যদিও রিপোর্ট নেগেটিভ আসায় রোগিণীকে ফিরিয়ে দেয় বেসরকারি হাসপাতাল।
বিপদসীমার উপর দিয়ে বইছে কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউ। এমতাবস্থায় চরমে নাগরিকদের দুর্দশা।
শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় স্ত্রীকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বামী। কিন্তু ১২ ঘন্টায় ৬ হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা!
দেহে অক্সিজেন (Oxygen Shortage) মাত্রা ৬০-র নীচে নেমে যাওয়ায় করা হয় কোভিড টেস্ট। যদিও রিপোর্ট নেগেটিভ আসায় রোগিণীকে ফিরিয়ে দেয় বেসরকারি হাসপাতাল।
[embedyt] https://www.youtube.com/watch?v=THFSrV8QNlg[/embedyt]
Published on: Apr 28, 2021 09:34 AM