Suvendu on Mamata: ২০ হাজার ভোটে নন্দীগ্রামে মমতাকে হারাব: শুভেন্দু

| Edited By: জয়দীপ দাস

Jan 03, 2026 | 8:07 PM

Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ করে শুভেন্দু বললেন, “নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে। আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যয়া নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। উনি তো একুশে দাঁড়িয়ে ছিলেন। নজর ওনার আছে। ২০১১ সালের আগে যাঁরা নন্দীগ্রামে কিছু করেনি তাঁদের নন্দীগ্রামের লোক গ্রহণ করেনি।

বিধানসভা ভোটের দামামা বাজাতেই তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়াতে শুরু করেছে বিজেপি। এরইমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তুলোধনা করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রীতিমতো চ্যালেঞ্জ করে বললেন, “নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে। আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যয়া নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। উনি তো একুশে দাঁড়িয়ে ছিলেন। নজর ওনার আছে। ২০১১ সালের আগে যাঁরা নন্দীগ্রামে কিছু করেনি তাঁদের নন্দীগ্রামের লোক গ্রহণ করেনি। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বড় কোনও অস্ত্র নেই। আমি ছাব্বিশের ভোটে মমতা নন্দীগ্রামে আবার লড়ুন। আমি ২০ হাজার ভোটে হারাব।”