WHAT INDIA THINKS TODAY 2024: TV9 নেটওয়ার্কের মঞ্চে আলোচনা হল বলিউড আর বিনোদন নিয়েও

Feb 26, 2024 | 10:43 PM

নতুনভাবে মাথা তুলছে ভারতীয় সিনেমা। ভারতের নতুন চলচ্চিত্র নির্মাতারা বর্তমানে ধারাভি বস্তিতে রয়েছে। তারা শীঘ্রই বস্তি থেকে বেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করবে। আমরা অবশেষে ঔপনিবেশিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসছি: শেখর কাপুর

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের প্রথম দিনে, “বাউন্ডলেস ভারত: বিয়ন্ড বলিউড” শীর্ষক অনুষ্ঠানে বলিউড অভিনেতা শেখর কাপুর বলেন, “নতুনভাবে মাথা তুলছে ভারতীয় সিনেমা। ভারতের নতুন চলচ্চিত্র নির্মাতারা বর্তমানে ধারাভি বস্তিতে রয়েছে। তারা শীঘ্রই বস্তি থেকে বেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করবে। আমরা অবশেষে ঔপনিবেশিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসছি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগোচ্ছে, তাতে আগামিদিনে ট্রিলিয়ন ডলার উপার্জন করে দেবে। সকলকে ভাল একটি জীবন দেবে এআই। ৯৭ শতাংশ মানুষকে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।”

Published on: Feb 25, 2024 10:58 PM