Share Market Crisis: ক্রমশ ধস নামছে বাজারে, ফিরছে ২০০৮-এর স্মৃতি? বিনিয়োগকারীদের কাছে এটাই সুযোগ নাকি বেরিয়ে যাওয়াই শ্রেয়?

Feb 19, 2025 | 1:05 PM

Share Market: অর্থমন্ত্রীর মাসিক পর্যালোচনা বলছে, ২০২৫ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের রিপোর্ট বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৮ শতাংশ হারে ও ২০২৫-২৬ অর্থবর্ষে ৬.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি।

২০০৮-এর অর্থনৈতিক সঙ্কট যে হয়েছিল তা কিন্তু একদিনে হয়নি। ধীরে ধীরে এই সঙ্কটের মেঘ পুঞ্জীভূত হয়েছিল। ২০০৮-এর আর্থিক সঙ্কট প্রভাবিত করেছিলো ভারতের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। ধাক্কা খেয়েছিল দেশের অর্থনীতি ও শেয়ার বাজার। ২০০৮-এর ২১ জানুয়ারি শেয়ার বাজার সূচক সেনসেক্স পড়েছিল ১,৪০৮ পয়েন্ট। এই দিনটাকে ‘ব্ল্যাক মনডে’ বলে অভিহিত করেন বিনিয়োগকারীরা। ২০০৮-এর ১৮ জানুয়ারি নিফটি ৫০ সূচক ৫,৭০৫-এ অবস্থান করছিল। সেখান থেকে মাত্র ১২ দিনের মধ্যে ১ ফেব্রুয়ারিতে ৬.৮ শতাংশ পড়ে নিফটি ৫০। ৩৮৮ পয়েন্ট পড়ে ৫,৩১৭ পয়েন্টে দাঁড়ায় এই সূচক।

অর্থমন্ত্রীর মাসিক পর্যালোচনা বলছে, ২০২৫ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের রিপোর্ট বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৮ শতাংশ হারে ও ২০২৫-২৬ অর্থবর্ষে ৬.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি।

কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Feb 19, 2025 01:05 PM